বিএনপি যা করেছে তারই ধারাবাহিকতা চলছে: মুজিবুল হক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক
ফাইল ছবি

বিএনপি সমাবেশ করলে সরকার সমর্থক ও পুলিশ তাদের ওপর হামলা করছে—     বিএনপির এ অভিযোগের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক বলেছেন, বিএনপি যা করে এসেছে তারই ধারাবাহিকতা চলছে।

শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় দলের ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি সভায় মুজিবুল হক এসব কথা বলেছেন।

সভায় জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি রাজপথে নামলেই বিএনপির হামলা হতো। বিএনপির হামলায় জাতীয় পার্টি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। বিএনপিই জাতীয় পার্টির ওপর হামলা করে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে। এখন সেই ধারাবাহিকতা চলছে। তবে জাতীয় পার্টি মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে।

মুজিবুল হক বলেন, দেশের সব ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে। ক্ষমতার ভারসাম্য নেই। অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। অস্বাভাবিক ক্ষমতায় দুর্নীতি বাড়ে। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে হবে। তিনি বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টি মহানগর উত্তরের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, মাহাবুবুর রহমান প্রমুখ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সভার সভাপতিত্ব করেন।