অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে কর্মসূচি করতে হবে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

অনলাইনের পরিবর্তে এখন জামায়াতে ইসলামীর প্রকাশ্যে কর্মসূচির ওপর জোর দেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে। অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে, আল্লাহ দ্বীন বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না।’

আজ শুক্রবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ‘ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ’ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে জামায়াত প্রকাশ্য কর্মসূচিতে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সচরাচর প্রকাশ্য কর্মসূচি করার অনুমতি দেয় না। ফলে জামায়াতের কেন্দ্রীয়সহ সব পর্যায়ের প্রায় সব সাংগঠনিক সভা, মতবিনিময়, আলোচনা সভা অনলাইনের বিভিন্ন মাধ্যমে হয়। এর প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির প্রকাশ্য কর্মসূচির কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখ করেন। তিনি বলেন, ‘গত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেনি। জামায়াতের নির্বাচনী তহবিলের এই টাকা জনকল্যাণে ব্যয় করা হবে। ব্যাপকভাবে সামাজিক কার্যক্রম চালাতে হবে। আমাদের হালাল রুজির ওপর সন্তুষ্ট থাকতে হবে।’

ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়স্বজন-কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না।’

জামায়াতের আমির বলেন, ‘ইসলামি আন্দোলনের প্রতিটি কর্মীর কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দ্বীন অনুযায়ী বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাধা আসুক, আমরা ইকামাতে দ্বীনের (দ্বীন প্রতিষ্ঠার) কাজ চালিয়ে যাব ইনশা আল্লাহ। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে।’

অনলাইন মাধ্যম জুম, ইউটিউব ও ফেসবুক লাইভে এই পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধন করেন জামায়াতের আমির।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম, ছাত্রশিবিরের সভাপতি মনজুরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।