গণতন্ত্রে বিশ্বাসীরা উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবেন: রিজভী
গণতন্ত্রে বিশ্বাসীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবেন বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই উপজেলা পরিষদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আজ সোমবার রাজধানীর বাংলামোটর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা দেশের জনগণ ও খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাই জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সরকার আবার একটি ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু যাঁরা গণতন্ত্রকে বিশ্বাস করেন, তাঁরা এই উপজেলা নির্বাচনও বর্জন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম প্রমুখ।