রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনবিষয়ক আইনে পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ
বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইন পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
মামলার জট কমাতে ও বিচারপ্রক্রিয়া সহজ করতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে শাকিল উজ্জামান বলেন, জনগণ যেন সহজেই আইনের মাধ্যমে বিচার পায়, তাই রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিকল্প নেই।
বিগত সময়ে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। এ বিষয়ে দলের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, আইনের মাধ্যমে ক্ষমা প্রদর্শনসংক্রান্ত একটি বোর্ড অথবা কমিটি গঠন করা হোক। এই বোর্ড বা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, যা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে।