ভয়ংকর রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটে দেশ: সিপিবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলছে, ভয়ংকর রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটে পড়েছে দেশ। এখান থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের ১৯৫২ ও ১৯৭১ সালের মূল চেতনাকে সমুন্নত রেখে এগিয়ে যেতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এসব কথা বলেন।

দেশে যে শাসনব্যবস্থা কায়েম হয়েছে, তা মানুষের মৌলিক অধিকারকে হরণ করে হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন সিপিবির এই দুই শীর্ষ নেতা। তাঁরা বলেছেন, ‘স্বৈরশাসনের কালো থাবা থেকে দেশকে মুক্ত করা এখন সময়ের দাবি। ৫২ আমাদের এই শিক্ষাই দেয়।’

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিপিবির নেতারা। আজ বুধবার সকালে পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, মানবেন্দ্র দেব, সংগঠক জাহিদ হোসেন খানসহ নেতা-কর্মীরা প্রভাতফেরিতে অংশ নেন। এ ছাড়া সারা দেশে সিপিবির নেতা-কর্মীরা প্রভাতফেরি করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠানে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এটি স্মরণকালের সবচেয়ে অব্যবস্থাপনাপূর্ণ ও বিশৃঙ্খল আয়োজন হয়েছে।