আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে তারা। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সংহতি সমাবেশে এসব দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, এম এম আকাশ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক জাফর হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি এম এ সাঈদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গরিব মুক্তি আন্দোলনের সভাপতি শামসুজ্জামান প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, চা–শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আব্দুল্লাহ্ হিল ক্বাফী, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, গার্মেন্টস টিইউসির সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমজীবী সংঘের সাংগঠনিক সম্পাদক রুবেল সিকদার, উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান, বিপ্লবী যুব মৈত্রীর সভাপতি মাসুক শাহী, বাংলাদেশ যুব ফ্রন্টের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ)Ñসাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।