পুলিশ ঝামেলা করলে ভিডিও রাখবেন, ছবি রাখবেন

নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা আব্বাস। ঢাকা, ২ জুন, ২০২৩
ছবি: সংগৃহীত

পুলিশ বা সরকারি কোনো সংস্থা ঝামেলা করলে তার ‘ভিডিও’ এবং ‘ছবি’ নিয়ে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

মির্জা আব্বাস বলেন, ‘সামনে আওয়ামী লীগের হয় পতন, না হয় পলায়ন অপেক্ষা করছে। আমরা তাদের পতনে সাহায্য করব, কিন্তু পলায়নে সাহায্য করব না।’

দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা আমাদের গ্রেপ্তার করেন, ধরে নিয়ে যান, কষ্ট দেন। এতে বিএনপির নেতা-কর্মীদের মনে অনেক ক্ষোভ থাকতে পারে। সে ক্ষোভ নিরসনের লক্ষ্যে বলব, সব পুলিশ কিন্তু এক রকম না। কিছু পুলিশ ভালো আছে, কিছু পুলিশ খারাপ আছে। যে লোকগুলো, যে প্রতিষ্ঠান আপনাকে ঝামেলা করবে, কষ্ট করে হলেও একটা ভিডিও করে রাখবেন, আর একটা ছবি রাখবেন। যেখানে হোক, কারণ এদের কাউকে ছাড়া যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। কখনোই তিনি ভোট চুরি করে ক্ষমতায় আসেননি। কিন্তু আওয়ামী লীগ ভোট চুরি করে ১৪টি বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। এই অনির্বাচিত সরকার শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানিয়েছে। সরকার ভালোভাবেই জানে জনগণের ভোটে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘দেশের গণতন্ত্র, জনগণের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতেই আমদের এ আন্দোলন। ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

কর্মসূচিতে অংশ নিয়ে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।