দেশে সাম্য ও ন্যায়বিচার নেই: মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আজ রোববার রাজধানীর আইএবি মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ইসলামের বিরুদ্ধে নয়। এ দেশের মুক্তিযোদ্ধারা শহীদ হওয়ার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধার নামে আজকে সরকারের মন্ত্রিসভার সদস্যদের সনদ ভুয়া প্রমাণিত হচ্ছে। অথচ অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো স্বীকৃতি বঞ্চিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। সভায় বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম অভিযোগ করেন, নব্য চেতনাধারীরা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে দলটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মাওলা, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, আব্দুল মালেক, এমদাদুল হক, চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।