খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারের পর তাঁকে তিন দিন ধরে কেবিনে রেখে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ প্রথম আলোকে জানিয়েছেন, খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারের প্রভাব কী পড়ছে, সে ব্যাপারে বুঝতে তাঁকে আরও সপ্তাহ দুয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

গত শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার সফলভাবে করা হয়।  তাঁর  চিকিৎসকেরা জানিয়েছেন, এই অস্ত্রোপচার করার ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে।

যুক্তরাষ্ট্র থেকে যে তিনজন চিকিৎসক খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছিলেন, গত শুক্রবার তাঁরা ঢাকার চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারে  করেন।

যুক্তরাষ্ট্রে এই চিকিৎসকদের দুজন গত শুক্রবার দিবাগত রাতেই  ফিরে গেছেন। গত শনিবার দিন চলে গেছেন অপরজন। খালেদা জিয়াকে চিকিৎসা দিতে তাঁরা বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা এসেছিলেন।

এই বিশেষজ্ঞ  চিকিৎসকেরা হলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন।

গত ৯ আগস্ট থেকে প্রায় তিন মাস সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।