তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে ইসলামী আন্দোলন। পুরানা পল্টন, ঢাকা, ১৪ নভেম্বর
ছবি: সংগৃহীত

একতরফাভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি। এর আগে বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে ইসলামী আন্দোলন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফাভাবে তফসিল ঘোষণা করা হলে দেশবাসী মানবে না।

আরও পড়ুন

একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে উল্লেখ করে সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ; প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা ও অধ্যাপক মাহবুবুর রহমান; যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও আশরাফুল আলম; সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ; সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ।