পিটার হাসের সঙ্গে জি এম কাদেরের বৈঠক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা, ৬ মার্চছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ বুধবার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে।

জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। আজ রাত নয়টার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, পিটার হাসের আমন্ত্রণে জাপার চেয়ারম্যান বিকেলে মার্কিন দূতাবাসে যান। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাপার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যানের সঙ্গে তিনিও ছিলেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে মাশরুর মাওলা বলেন, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জি এম কাদের কতটা ভূমিকা রাখতে পারছেন, সে বিষয়ে পিটার হাস জানতে চেয়েছেন। জবাবে জি এম কাদের বলেছেন, তাঁরা বিরোধী দলের ভূমিকা রাখার চেষ্টা করছেন।

নির্বাচনের পর এই প্রথম জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন পিটার হাস।