সংকট তৈরি করেছে সরকার, সমাধান করতে হবে সরকারকেই: খেলাফত মজলিস
সরকার সংকট তৈরি করেছে অভিযোগ করে খেলাফত মজলিস বলেছে, সরকারকেই এ সংকটের সমাধান করতে হবে। দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, সরকার নিজেদের স্বার্থে বহুবার সংবিধান সংশোধন করেছে। এখন দেশের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে হবে।
আজ শনিবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে খেলাফত মজলিস আয়োজিত মহাসমাবেশে আবদুল বাছিত আজাদ এ কথা বলেন। সমাবেশে তিনি সভাপতিত্ব করেন।
নির্দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ আট দফা দাবিতে এ মহাসমাবেশ হয়। এ দাবিতে ২৭ অক্টোবর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ১৬ অক্টোবর থেকে রাজনীতিক, ওলামা-মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ২০ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
খেলাফত মজলিসের আমির বলেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। এ সংকট রাজনৈতিক, এ সংকট অর্থনৈতিক। একদিকে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অপর দিকে দেশের টাকা লুটপাট করে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সরকার দাবি করছে, তাদের ওপর জনগণের সমর্থন আছে। অথচ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছে।
সরকারের ভয় কোথায়, তা উল্লেখ করে খেলাফতের আমির বলেন, সরকার নিজেরাও ভালো করে জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।
মাওলানা আবদুল বাছিত ফিলিস্তিনের মুক্তিকামী জনতার ওপর ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরায়েলের দখলদারি অবসান না করা পর্যন্ত ফিলিস্তিনে কখনো শান্তি আসবে না।
মহাসমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সিরাজুল হক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, এ বি এম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সল, মোহাম্মদ আবদুল জলিল প্রমুখ।