জি এম কাদেরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টা তাঁরা নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

আজ রোববার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়। এ সময় জি এম কাদেরের সঙ্গে তাঁর বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বৈঠক সূত্র জানায়, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর এর প্রতিক্রিয়া কী, এটি কীভাবে আরও কার্যকর কারা যায়—এসব বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই পক্ষের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েও দীর্ঘ সময় কথা হয়।

জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। তিনি (রাষ্ট্রদূত) জানতে চেয়েছেন, আমি যেসব বক্তব্য দিচ্ছি এবং লেখালেখি করছি, তাতে আমার কোনো সমস্যা বা ঝামেলা হচ্ছে কি না। এ ছাড়া ভিসা নীতি কেমন হয়েছে, এটি আরও কীভাবে কার্যকর করা যায়, এ ব্যাপারে কোনো পরামর্শ আছে কি না, এসব নিয়ে কথাবার্তা হয়েছে।’