এটা শুধু প্রাকৃতিক নয়, উন্নয়নের সৃষ্ট দুর্যোগ: রিজভী

রাজধানীর উত্তর কাফরুলে পথচারীদের মধ্যে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপিছবি: বিএনপির সৌজন্যে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে যে দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ।

আজ বুধবার চলমান তাপপ্রবাহে রাজধানীর উত্তর কাফরুলে পথচারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এ সরকারের অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না। ২০১৮ সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো দলকে ৫টি সিট ধরিয়ে দেয়। বিএনপির নেতা–কর্মীদের ওপর জুলুম করে, নির্যাতন করে, নেতা–কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গুম–খুন করে ভোট ডাকাতি করেছিল তারা। তিনি বলেন, জনগণ এ সরকারের পতন চায়। ভোটের অধিকার চায় ও মতপ্রকাশের স্বাধীনতা চায়।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে বলেছিলেন, অতি বাম, অতি ডান এক হয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। তাঁর এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। অতিরিক্ত ভারতপ্রীতি ও জুলুম–নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, তাবিথ আউয়াল, মাহমুদুর রহমান, তারিকুল আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসি আহমেদ প্রমুখ।