আজ মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলীয় সমর্থক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরামর্শ আসে।

আজ চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় হয়। এতে ১৯৫ চেয়ারম্যান অংশ নেন। বক্তব্য দেন ৩২ জন।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনপ্রতিনিধিদের কাছে আন্দোলনের বিষয়ে সঠিক ও সুনির্দিষ্ট পরামর্শ চান। তিনি মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখেছেন, গতকাল প্রধানমন্ত্রী নির্বাচন, সংলাপের বিষয়ে কী দাম্ভিকতার সঙ্গে কথা বলেছেন। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এ সরকারের পতন ঘটাতে হবে। এর কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় মঞ্চে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লা বুলু, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিপি জয়নাল আবেদিন, জয়নুল আবদিন ফারুক ও আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। মতবিনিময় সভা পরিচালনা করেন সহসাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম।