সরকারের লুটপাটের প্রতিফলন পাহাড়ে ব্যাংক ডাকাতি: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি

পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাংক ডাকাতির ঘটনাকে সরকারের পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে লুটপাটের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের ঘটনা দেখে সন্ত্রাসী গোষ্ঠী উৎসাহিত হয়ে পাহাড়ে ব্যাংক ডাকাতি বা লুটপাটের ঘটনা ঘটাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকটি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেছেন, সরকারের নতজানু নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকার দায়ী।

রিজভী বলেন, রাষ্ট্র যখন নিজেই লুটেরাদের ভূমিকা পালন করে, দুর্নীতি ও সন্ত্রাসের ওপর ভর করে ক্ষমতায় থাকতে চায়, সেটা দেখে তো সমাজে পেশাগত ডাকাতেরা উৎসাহিত হবেই। ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা এখন বিদেশের মাটিতে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক—এ খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ক্ষমতাসীনেরা লাখো কোটি টাকা পাচার করে কানাডায় বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে। সুতরাং সমাজের পেশাগত ডাকাতেরা তো উৎসাহিত হবেই।

আরও পড়ুন

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যখন গণবিরোধী সরকার থাকে, তখন দেশের অভ্যন্তরে নানা সন্ত্রাসী গোষ্ঠী জন্ম নেয়। আর পাহাড়ের সন্ত্রাসের ঘটনায় যে সরকারের সম্পৃক্ততা নেই, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি অত্যন্ত রহস্যজনক। তারা জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না, তা–ও বলা যাচ্ছে না। কারণ, দেশে বর্তমানে যে ভয়াবহ সংকট চলছে, চারদিকে অভাব-অনটন, ব্যাংক লুট, অর্থ পাচার, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাভিশ্বাস, সীমান্ত হত্যা, সরকারের নতজানু নীতি, আজ যে শিশু জন্ম নিচ্ছে তার মাথায়ও এক লাখ টাকা ঋণ, অভাবের তাড়নায় বা হাসপাতালের বিল পরিশোধ না করতে পেরে মা তার শিশুকে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে—সব মিলিয়ে এ রকম ভয়ংকর পরিস্থিতি।

আরও পড়ুন

রিজভী মন্তব্য করেন, পাহাড়ের সন্ত্রাসী ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের ভয়ংকর পরিস্থিতি আড়াল করার লক্ষ্যেও সরকার নানা ঘটনা ঘটাতে পারে।