আরও তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়া আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন রংপুর বিভাগের মো. তহিদুল আলম মণ্ডল সুমন (চেয়ারম্যান পদপ্রার্থী), ময়মনসিংহ বিভাগের মো. নুর সালাম সরকার (ভাইস চেয়ারম্যান) এবং ঢাকা বিভাগের এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (ভাইস চেয়ারম্যান)। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৬১ জনকে বহিষ্কার করে বিএনপি। ফলে এ ধাপে মোট ৬৪ জনকে বহিষ্কার করল দলটি।

স্থানীয় সরকারের এ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ৭২ জনকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে দুই ধাপে এ পর্যন্ত ১৩৬ জনকে বহিষ্কার করল বিএনপি।