নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান নাগরিক ঐক্যের

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি: প্রথম আলো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না)। তিনি বলেন, ‘গত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। তবে এবার তা হতে দেওয়া যাবে না।’

সোমবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে ‘আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ শিরোনামে আলোচনা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধানের উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন। সবাইকে নিয়ে নির্বাচন করুন। যদি না শোনেন নাগরিক ঐক্য বৃহত্তর আন্দোলনে যাবে।’

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘মাছ, মাংস আর চালের স্বাধীনতা নিয়ে প্রথম আলোর সাংবাদিক যা লিখেছেন, তা দেশের মানুষের মনের কথা।’ তিনি বলেন, ‘মানুষের পেটে ভাত নেই। এটা সবাই জানে; বোঝে। কিন্তু একটি দল তা বোঝে না।’

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ-উর-রহমান, সাংগঠনিক সম্পাদক কবীর হাসান, সাকিব আনোয়ার, নাগরিক নারী ঐক্যের সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।

এস এম আকরাম বলেন, ‘দেশে উন্নয়ন হচ্ছে। এর সঙ্গে দুর্নীতির জোয়ার বইছে। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল, মানুষ তাঁর নিজের মতো ভোট দিয়ে সরকার নির্বাচন করবে। কিন্তু মানুষ এখন সেটা পারছে না। বর্তমান সরকার যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। যে গণতন্ত্রের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে; সেই গণতন্ত্রই এখন ভূলুণ্ঠিত হচ্ছে।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে কখনো জনগণের পক্ষে অবস্থান নেয়নি। তারা সব সময় দুর্নীতিবাজ, পাচারকারী, ভোট চোরদের পক্ষ নিয়েছে।’ তিনি বলেন, ‘সাংবাদিকেরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না। সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া ৯৭ বার পিছিয়েছে। অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধে আইন করেছে সরকার। এর মানে শ্রমিকেরা আন্দোলন করতে পারবেন না। এখন ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’

ফেরদৌসি আক্তার বলেন, ‘সরকার অপ্রয়োজনীয় প্রকল্প নিচ্ছে। যার দায়ভার জনগণের ওপর পড়ছে। সরকার মানুষের কষ্ট উপলব্ধি করতে পারছে না। কারণ, সরকারকে মানুষের কাছে যেতে হয় না।’