দুই মেয়েকে নিয়ে ভোট দিলেন অভিনেতা ফেরদৌস

ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফেরদৌস আহমেদ। রোববার, সকাল ১০টায়ছবি: ইউএনবি

ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান নিয়ে গঠিত) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রাজধানীর মিরপুরের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ রোববার সকাল ১০টার দিকে ভোট দেন তিনি।

এ সময় স্ত্রী তানিয়া ফেরদৌস ও দুই মেয়ে নুজহাত ও নামিরাকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন ফেরদৌস আহমেদ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে যান ফেরদৌস।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টা ৫৫ মিনিটের আগে ভোটকেন্দ্রে পৌঁছান। ৮টায় ভোট গ্রহণ শুরু হলে ভোট দেন তিনি।

নিজের নির্বাচনী এলাকায় ভোট দিতে আসা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই চমৎকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে আসায় আমি আনন্দিত।’

ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ফেরদৌস ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে আগ্রহী এবং সর্বস্তরের মানুষ আজ ভোট দিতে আসবেন। আমার বিশ্বাস আমরা বড় ব্যবধানে জিতব।’