ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে: এবি পার্টি
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলপূর্ব আলোচনায় এই অভিযোগ করেন তাঁরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের আহবায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। স্বাগত বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে।
ইফতার মাহফিলে রাজনীতিকদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক, যুগ্ম আহবায়ক রাশেদ খান, সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা মোজাহেরুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।