অবরোধে সংহতি জানিয়ে এবি পার্টির প্রতিবাদী অবস্থান কর্মসূচি

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টি প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন এবং ৪৮ ঘণ্টার অবরোধে সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়-৭১ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, বিরোধী দলের সমাবেশে পরিকল্পিতভাবে হামলা করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে সরকার বিরোধী মত নির্মূল করার রাজনীতিতে মেতে উঠেছে। অবিলম্বে দমন-নিপীড়ন ও একতরফা নির্বাচনপ্রক্রিয়া বন্ধ করে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, নির্বাচন কমিশন একটি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে, যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করাবে। রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, দেশকে বাঁচাতে এগিয়ে আসুন, সরকারকে বাঁচানোর চেষ্টা করে দেশ ধ্বংসের অংশ হবেন না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। সঞ্চালনা করেন এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর দক্ষিণের সদস্যসচিব আনোয়ার সাদাত ও যুবনেত্রী সুলতানা রাজিয়া।

প্রতিবাদী অবস্থানে দলের সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, শ্রমিকনেতা শাহ আবদুর রহমান, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।