বিরোধীদের মহাসমাবেশের পাল্টা সমাবেশ দিয়ে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে: গণতন্ত্র মঞ্চ

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা
ফাইল ছবি

২৮ অক্টোবর বিরোধী দলগুলোর মহাসমাবেশ ঘিরে সারা দেশে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা ত্বরান্বিত করার পাশাপাশি পাল্টা সমাবেশের নামে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁদের ভাষ্য, সরকারের এমন অবস্থান দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পরিচালনা কমিটির সভায় নেতারা এসব কথা বলেছেন। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সেখানে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

সভায় নেতারা বলেন, মিথ্যা মামলার দ্রুত বিচারের ‘নির্দেশ’ দিয়ে সরকার আবারও বিচার বিভাগের ওপর অন্যায় হস্তক্ষেপ করেছে। এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, ক্ষমতাসীনেরা দেশে কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠিত হতে দেবে না।

বাংলাদেশের জনগণ এই ‘ফ্যাসিবাদী মাফিয়া সরকারকে’ হটানোর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। অচিরেই জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করবে গণতন্ত্র মঞ্চ। সভায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে সব শ্রেণি–পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি এই উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। সভায় সিদ্ধান্ত হয়, সোমবার দুপুর ১২টায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিম প্রমুখ।