খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের অনশন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা–কর্মীরা। আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে নেতা–কর্মীরা বলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকার কর্ণপাত করছে না। দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান তাঁরা।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকার যতবার ক্ষমতায় এসেছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। অক্টোবর মাসে কেন শেখ হাসিনা এত প্রকল্পের উদ্বোধন করছেন? কারণ, শেখ হাসিনা জানেন তিনি পুনরায় ক্ষমতায় আসতে পারবেন না। তিনি বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। এসব না করে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার।
এই জোটে থাকা অন্য দলগুলো হলো খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সাইফুদ্দিন আহমেদ মনি ও মো. আকবর হোসেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ, গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন পিপলস লীগ, আবদুর রকিব ও আবদুল করিমের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, নুরুল আমিন ব্যাপারী ও শাহ আহমেদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ, নূরুল ইসলামের নেতৃত্বাধীন সাম্যবাদী দল, এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দের নেতৃত্বাধীন গণদল, আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দের নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী এবং সুকৃতি মণ্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ মাইনরিটি পার্টি।