জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহে আজ ভিড় বেড়েছে

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আজ মনোনয়ন সংগ্রহকারীরদের ভিড়
।ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসছেন সংসদ সদস্য পদে বিভিন্ন আসনের জন্য মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা। সঙ্গে রয়েছে নেতা-কর্মীদের আনন্দ মিছিল। হাততালি আর স্লোগানের তালে তালে বাজছে ব্যান্ডপার্টির বাদ্য।

এমন আনন্দ আর উৎসবমুখর পরিবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস পদে মনোনয়নপ্রত্যাশী নেতারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আজ মঙ্গলবার সকালে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

গতকাল সোমবার মনোয়নন ফরম বিক্রির প্রথম দিনে ৫৫৭টি ফরম বিক্রি হয় বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে। গতকাল খুব বেশি ভিড় দেখা যায়নি। তবে আজ সরেজমিনে দেখা যায়, বনানীর ১৭/এ সড়কের ৭৫/ই বাড়ির সামনে প্রচুর মানুষের ভিড়। কর্মীদের হাতে নিজেদের সমর্থিত নেতার প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার।

জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

নেতা-কর্মীরা মনোনয়নপ্রত্যাশী নেতার ও দলের পক্ষে মিছিল করতে করতে বনানীর ওই বাড়ির সামনে জড়ো হচ্ছেন। পরে মিছিল করতে করতে বাড়িটির তৃতীয় তলায় গিয়ে মনোনয়ন ফরম কিনছেন। ফরম সংগ্রহ শেষে আবার আনন্দ মিছিল করতে করতে সড়কে বেরিয়ে আসছেন। কোনো কোনো মনোনয়নপ্রত্যাশীর কর্মী–সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে আশপাশের সড়কও প্রদক্ষিণ করছেন।

সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেন আবদুল আলিম। তিনি বলেন, ‘আশা করি, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। সব ঠিক থাকলে আমি আমার আসন থেকে লাঙ্গল মার্কার পক্ষে বিপুল ভোটে বিজয়ী হব।’

খুলনা-৬ সংসদীয় আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমি আমার এলাকার কৃষক, দরিদ্র, মেহনতি মানুষের সেবায় কাজ করতে চাই। লাঙ্গল মার্কা সাধারণ খেটে খাওয়া মানুষের মার্কা। দল আমাকে মনোনয়ন দিলে আমার জয় হবেই।’

মনোনয়ন ফরম সংগ্রহের জন্য বিশাল মিছিল নিয়ে আসেন মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী এস এম আবদুল মান্নান। অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করতে করতে তিনি কার্যালয়ের তৃতীয় তলায় মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য যান।

বড় একটি মিছিল নিয়ে আসেন বরিশাল-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী গোলাম কিবরিয়াও। মনোনয়ন ফরম সংগ্রহের পরেও নেতা-কর্মীরা অনেকটা সময় ধরে তাঁর নাম ধরে আনন্দ মিছিল করতে থাকেন।

গতকাল সিলেটের সুনামগঞ্জ-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন আবু সালেহ। আজ তিনি সেই ফরম জমা দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার তো বলেছে সুষ্ঠু নির্বাচন দিবে। আমরাও আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে। দল যদিও এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচনে যাবে কি না। তবে পরিস্থিতি যা–ই হোক, আমরা আমাদের কাজটা এগিয়ে রাখছি।’

গতকাল যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, তাঁদের অনেকেই আজ জমা দিচ্ছেন। কেউ কেউ আজকেই ফরম তুলে জমা দিচ্ছেন। ফরম জমা নিচ্ছেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। তিনি প্রথম আলোকে জানান, সকাল থেকে অর্ধশতাধিক ফরম জমা হয়েছে। বিকেলে আরও বেশি জমা পরবে বলেও জানান তিনি।

মনোনয়ন ফরম বিক্রি করা হয় বিভাগভিত্তিক। দেশের আটটি বিভাগে আজ সকাল থেকে কত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, দুপুর ১২টার মধ্যে তার সঠিক হিসাব জানা যায়নি।

মনোনয়ন ফরম বিক্রি করা হলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি জাতীয় পার্টি।

দলের মহাসচিব মুজিবুল হক গতকাল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। পরিবেশ-পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি। দলের চেয়ারম্যান ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া না–যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন।’