ঠিকাদারদের কাজের মান নিয়ে প্রশ্ন আছে

জাতীয় সংসদ ভবনফাইল ছবি

ঠিকাদারদের কাজের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন আছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম বলেন, উন্নয়ন সঠিকভাবে না হলে তা ধরে রাখা যাবে না। ঠিকাদারদের কাজের মান খারাপ। গ্রামাঞ্চলে মানুষ দেখে ঠিকাদারেরা কাজ নিয়ে দু–তিন বছর ফেলে রাখেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের যে এক বছর যেতে না যেতে পলেস্তারা খুলে পড়ে রড দেখা যায়।

রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালে সাড়ে ৭ কোটি মানুষের ৪০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে ছিল। সেটি প্রায় তিন কোটির মতো মানুষ। আজকে ১৭ কোটি মানুষের ২০ শতাংশ, সংখ্যায় কিন্তু সমান দাঁড়াচ্ছে। ওই তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এ মানুষগুলো দুবেলা খেয়ে না খেয়ে কোনোমতে বাঁচছে। তা–ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় এনে তাদের দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।

কোটা নিয়ে পাল্টাপাল্টি মত

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, এ আন্দোলন জনগণকে যাতে সরকারের বিরুদ্ধে না নিয়ে যায়, সেটা অনুধাবন করে ব্যবস্থা নিতে হবে। আন্দোলনের ভাষা অনুধাবন করে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জন্য রায় দেওয়ায় উচ্চ আদালতকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য শাজাহান খান।