নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগও নেই, পরিবেশও নেই: জাপার প্রার্থী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম নগরীর সুবিদবাজার এলাকার আনন্দ নিকেতন ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন
ছবি: আনিস মাহমুদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর আনন্দ নিকেতন ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, আমি আনন্দ নিকেতনে ভোট দিতে আসলাম। ভোট দিতে এসে দেখলাম, এখানে পেশিশক্তির জোর দেখানো হচ্ছে। গলায় কার্ড ঝুলিয়ে যাঁরা কোনো পোলিং এজেন্ট না, তাঁরা আমাদের ভোটারদের হুমকি দিচ্ছেন, হয়রানি করছেন, অনেক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

জাপার প্রার্থী নজরুল ইসলাম আরও বলেন, ‘ওরা একটা নীলনকশা করেছে, কীভাবে ভোট কারচুপি করবে। ৪২টা ওয়ার্ডের সব কটি কেন্দ্রে আমি আমার পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু আমি সকাল থেকে ফোন পাচ্ছি, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জোর করে বের করে দেওয়া হচ্ছে। সিলেটে নির্বাচনে এভাবে যদি পেশিশক্তি ব্যবহার করা হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই, কোনো পরিবেশই নেই।’

আরও পড়ুন

এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন কি না জানতে চাইলে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা এক পক্ষের পকেটে। প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা—সবই নৌকার পকেটে। নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটের পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন।