দেশের ৯৫ শতাংশ মানুষ নির্বাচনকে স্বীকৃতি দেয়নি: এবি পার্টি

নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবি পার্টির নেতা–কর্মীরা। ঢাকা, ২০ জানুয়ারিছবি: এবি পার্টির সৌজন্যে

নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, দেশের ৯৫ শতাংশ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। একদলীয় আওয়ামী শাসন দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

আজ শনিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন। এবি পার্টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর যে কেউই স্বীকৃতি দিক না কেন, বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ আওয়ামী লীগের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। কাজেই এই নির্বাচন বৈধতা পাওয়ার প্রশ্নই আসে না। আমরা এই নির্বাচন, এই অবৈধ সংসদ কখনো মেনে নেব না।’

মজিবুর রহমান বলেন, ‘দেশে একদলীয় শাসন পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে ৭ জানুয়ারির পাতানো নির্বাচন করানো হয়েছে। অতীতে একদলীয় শাসনের স্মৃতি আমাদের জন্য সুখকর ছিল না। একদলীয় আওয়ামী শাসন দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।’ সেই সংঘাত দেশকে ঘোর অন্ধকারে নিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

মিছিলে এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আবদুল হালিম, গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীরসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।