আ.লীগ মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ বিকেলে

আওয়ামী লীগের লোগো
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ মঙ্গলবার। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় শুরু এই সভা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সভায় ফরিদপুর-২ আসনের উপনির্বাচন, কয়েকটি উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।