খালেদা জিয়া এখনো সংকটমুক্ত নন: মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়, গুলশান, ঢাকা, ১৮ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটমুক্ত নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তাঁকে (খালেদা) বিদেশে চিকিৎসা করানোর স্বার্থে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় যেকোনো পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস; কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গুরুতর অসুস্থ ও গৃহবন্দী অবস্থায় তিনি (খালেদা জিয়া) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল রোববার তাঁকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিতে হয়েছে। কারণ, তাঁর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আজ সকালে একটু ভালো আছেন। তারপরও তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন।’

বিএনপির চেয়ারপারসনের কেন বিদেশে চিকিৎসা নিতে যাওয়া জরুরি, তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা বারবার বলছেন, তাঁরা যত দূর পেরেছেন, করেছেন। এরপর তাঁর যে অ্যাডভান্সড ট্রিটমেন্ট (উন্নত চিকিৎসা) দরকার, দেশে সে ধরনের কোনো অ্যাডভান্সড সেন্টার (উন্নত চিকিৎসা কেন্দ্র) নেই। এ কারণে তাঁরা বারবার বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাঁর বাইরে যাওয়া অত্যন্ত জরুরি।

এই সংবাদ সম্মেলন থেকে বিএনপি সরকার পতনের দাবিতে ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে এই কর্মসূচি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। মাঝে তিন দিন কোনো কর্মসূচি রাখেনি দলটি। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো সরকারই টিকে থাকতে পারে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে। এই সরকারও টিকে থাকতে পারবে না। ইতিমধ্যে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়
প্রয়াত নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক দুই নেতা তৈমুর আলম খন্দকার ও সমশের মবিন চৌধুরী। গতকাল এ–সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। তৃণমূল বিএনপিতে বিএনপির সাবেক দুই নেতার যোগ দেওয়া বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খন্দকার (তৈমুর আলম খন্দকার) এখন আমাদের দলের সদস্য নন। সমশের মবিন চৌধুরীও আমাদের দলের সদস্য নন। সুতরাং তাঁদের মতো সিদ্ধান্ত তাঁরা নিতেই পারেন। এটা তাঁদের ব্যাপার। আমরা শুধু এটুকু বলতে চাই, বিএনপি হচ্ছে বিশাল প্রবহমান নদীর মতো। এখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়, তাতে বিএনপির কিছু যায়–আসে না।’

এই সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হয় না
বিএনপির নতুন ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সারা দুনিয়া জানে, এই সরকারের অধীন কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন এর প্রমাণ। তারপরও যদি তারা একই কায়দায় নির্বাচন করতে চায়, তাহলে আমরা না খালি, এ দেশের জনগণ না শুধু, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে এই সরকার জোর করে ক্ষমতায় থাকার অপচেষ্টায় রত এবং এর বিরুদ্ধে গণতন্ত্রকামী দেশ ও বিদেশের প্রত্যেক মানুষ অবস্থান নেবে।’

ইতিমধ্যে সরকারের নৈতিক পরাজয় হয়েছে
এই ধরনের কর্মসূচি দিয়ে সরকারকে কতটুকু বাধ্য করা যাবে—এমন এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘এক বছর যাবৎ এই সরকারের যে অন্যায় কার্যকলাপ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি, তাতে দেশের কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হয়েছেন।’

বর্তমান সরকার ‘গায়ের জোরে’ ক্ষমতায় থাকবে, নাকি থাকবে না, সেটা তাদের বিষয় মন্তব্য করে আবদুল মঈন খান বলেন, তাদের (সরকার) নৈতিক পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে।

আরও পড়ুন