হাদিকে হত্যাচেষ্টা: সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত

শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে তাঁর গণসংযোগে দেখা যাচ্ছে। (বাঁ থেকে) আলমগীর শেখ, রুবেল ও ফয়সল করিম (কালো জ্যাকেট পরিহিত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করা; হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়।