বিএনপির সংসদ সদস্যরা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়: মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী
ফাইল ছবি

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য বজায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার পাশে থাকব, কাছে থাকব।’

আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মতিয়া চৌধুরী।

সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির নেতাদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, সংসদে আরও কয়েকজন আছেন, যাঁরা আওয়ামী লীগ করেন না, কিন্তু সংসদে আছেন। জাতীয় পাটি, এমনকি দু-একজন স্বতন্ত্র সংসদ সদস্যও আছেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সংখ্যা খুব বেশি নয়। তাঁরা সংসদীয় গণতন্ত্রের ওপর খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘১৯৭১ সালের পর যে সংসদ আগের সংসদ বহাল রেখে চলেছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যতক্ষণ উনি (প্রয়াত সুরঞ্জিত) কথা বলতে চাইতেন, বঙ্গবন্ধু তাঁকে সেই কথা বলতে দিতেন। বিএনপির পদত্যাগী সংসদ সদস্যরা জনগণের বক্তব্য পৌঁছে দিতে পারতেন না? জনগণের ভোট নিয়ে তাঁদের প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করা কোনো সমুচিত কাজ নয়। তাঁরা চলে যাওয়ার আগে কি যাঁর যাঁর নির্বাচনী এলাকার মানুষের মতামত নিয়েছেন, যে আমরা পদত্যাগ করছি?’

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা পদে মনোনীত করা হয়। এখন সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী ক্ষমতাসীন দল উপনেতা মনোনয়নের বিষয়টি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানাবে। জাতীয় সংসদের স্পিকার তাঁকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবেন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। এতে পদটি ফাঁকা হয়।