রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন, আশা জি এম কাদেরের

জি এম কাদের
ছবি: সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

আজ সোমবার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত-নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে।

মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দরবার হল বঙ্গভবন, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: পিআইডি

জি এম কাদের বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

আজ সকালে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন