খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে নেতা–কর্মীদের সড়কে নয়, ফুটপাতে থাকার আহ্বান ফখরুলের

মির্জা ফখরুলের ফেসবুক পোস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের যেন দুর্ভোগে না ফেলা হয়, নেতা–কর্মীদের প্রতি সেই আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে নেতা–কর্মীদের ফুটপাতে থাকার অনুরোধ জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অনুরোধ জানা।

পোস্টে লেখেন, ‘কাতারের আমিরের পাঠানো রয়‍্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতা–কর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি।’

পাশাপাশি কেউ যেন সড়কে না নামতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।