চট্টগ্রাম নগরে বিএনপির ঝটিকা মিছিল, যান চলাচল স্বাভাবিক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ বুধবার চট্টগ্রাম নগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। নির্ধারিত সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে ট্রেন।
দুপুর ১২টা পর্যন্ত নগরের কোথাও সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে নগরের মুরাদপুরে মহানগর যুবদলের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন।
বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বে আগ্রাবাদ গোসাইলডাঙ্গায়, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের নেতৃত্বে প্রবর্তক মোড় ও শেভরন এলাকায় নগর স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল হয়।
নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়সহ নগরের বিভিন্ন স্থানে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।