সরকারের একগুঁয়েমির কারণে চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে দেশ: বাম গণতান্ত্রিক জোট

জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ করে
ছবি: সংগৃহীত

শুধু সরকারের অযৌক্তিক ও একগুঁয়েমি আচরণের কারণে দেশ চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। এ অবস্থা থেকে দেশ বাঁচাতে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে মুক্ত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাম জোটের নেতারা অভিযোগ করে বলেন, সরকার স্বৈরাচারী কায়দায় একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রেখে চলমান দুঃশাসনকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র করছে। দেশে আইনের শাসনের লেশমাত্র অবশিষ্ট নেই। মূল্যবৃদ্ধি, লুটপাট ও বাজার সিন্ডিকেট নৈরাজ্যের মহোৎসব চলছে দেশজুড়ে। এতে সাধারণ মানুষের জীবনে চূড়ান্ত নাভিশ্বাস। সরকারি দল ও পুলিশ একাকার হয়ে মানুষের স্বাভাবিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের ওপর হামলে পড়েছে। সভা–সমাবেশ ও ন্যূনতম কথা বলার সুযোগ পর্যন্ত এখানে হরণ করা হচ্ছে।

বাম জোটের নেতারা আরও বলেন, দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে কেউই রক্ষা পাবে না। তাই পদত্যাগ করে একটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচনের পথকে সুগম করে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবি জানান নেতারা। তাঁরা বলেন, দেশের মানুষকে এই সংকট থেকে বের করার জন্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।

সমাবেশ থেকে নতুন কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ৩০ অক্টোবর বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবুল আলী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান।