নিষেধাজ্ঞা এলে ভুক্তভোগী হবে জনগণ: নুরুল হক

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ–সমাবেশ করে গণ অধিকার পরিষদ। ঢাকা, ২৪ ডিসেম্বরছবি: সংগৃহীত

গণতন্ত্র, সুশাসন, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ-আমেরিকা নিষেধাজ্ঞা দেবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, নিষেধাজ্ঞা এলে এর ভুক্তভোগী হবে গোটা দেশের জনগণ। তাই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচন করে দেশ রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে গণ অধিকার পরিষদ এ সমাবেশ করে। এর আগে আল–রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, পল্টন, নাইটিংগেল মোড় ঘুরে পানির ট্যাংকের কাছে এসে মিছিল শেষ হয়।

সমাবেশে নুরুল হক বলেন, পুলিশসহ প্রশাসনের অনেকে সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত বা ওএসডি হওয়ার আশঙ্কায় আছেন। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, কারও চাকরি যাবে না। আর বর্তমান সরকার আজকে পরিবর্তন হলেই কালকে বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি এমন নয়। প্রয়োজনে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জন্য জাতীয় সরকার হতে পারে।’

দেশ বাঁচাতে দল–মতনির্বিশেষে সবাইকে রাজপথে নেমে আসতে হবে বলে মনে করেন নুরুল হক। তিনি বলেন, ‘ভিনদেশি মদদে এ দেশে কোনো একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।’

গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২৬ থেকে ২৮ ডিসেম্বর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) তিন দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আবদুজ জাহের, সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।