নানা আয়োজনে মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা মণি সিংহের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকালে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে মণি সিংহ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, কোষাধ্যক্ষ অধ্যাপক ফজলুর রহমান, সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় মোহাম্মদ শাহ আলম বলেন, মণি সিংহ আজীবন মেহনতি মানুষের মুক্তির আন্দোলন করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিপিবির সভাপতি আরও বলেন, বর্তমান সরকার একতরফাভাবে নির্বাচন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সিপিবি দেশের মানুষের সঙ্গে আছে। দেশের মানুষের মতামতকে তোয়াক্কা না করে সরকার যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে, তা জনগণ মেনে নেবে না।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিকাশ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের মঞ্জুর মঈন, গোলাম রাব্বী খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক শামসুল আলম।
মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তাঁর জন্মস্থান নেত্রকোনা জেলার দুর্গাপুরে দিনব্যাপী আলোচনা সভা, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগেও মণি সিংহের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।