সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট

সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিবি ও বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নির্মাণে জনগণের আস্থা অর্জন করতে না পারায় এই জোট এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় বাসদের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রস্তাবে বলা হয়, তথাকথিত সার্চ কমিটির মাধ্যমে অনুগত নির্বাচন কমিশন স্থানীয় সরকার ও জাতীয় সংসদের উপনির্বাচনগুলো সুষ্ঠু ভোট অনুষ্ঠানে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার সময়ে রিটার্নিং অফিসারের কাছে একটি টেলিফোন কল যাওয়ার পর ভোট গণনা কিছুক্ষণ স্থগিত রাখা ও ফলাফল পাল্টে যাওয়া নিয়ে জনমনে বর্তমান কমিশনের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ইভিএম বুথের বাইরে নিয়ে যাওয়া, গাইবান্ধা উপনির্বাচনে বুথে ডাকাত চিহ্নিত করার পর ভোট স্থগিত করা হলেও কাউকে বিচারের মুখে এনে শাস্তি দিতে না পারা, ব্রাহ্মণবাড়িয়ায় উকিল সাত্তার মার্কা নির্বাচন ইত্যাদি প্রমাণ করে বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় নির্বাচন মোটেও অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা কমিশনের পক্ষে সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, যখন বাম জোটসহ সব বিরোধী দল বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, তখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রহসনের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে জনগণকে বিভ্রান্ত করা হবে। তাই এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের আয়োজিত নির্বাচনকে বৈধতা দেওয়া কোনোমতেই সমীচীন হবে না। তাই  বাম জোট আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার ও মোশাররফ হোসেন, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সদস্য তাসলিমা আক্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহীদুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।