তারেক রহমানের প্রতিনিধি হচ্ছেন জায়মা, ঢাকা থেকে গেলেন ফখরুল-খসরু

জায়মা জারনাজ রহমানছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁর মেয়ে জায়মা জারনাজ রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’–এ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই অনুষ্ঠানে যোগ দিতে আজ রোববার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত ১১ জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
ছবি: সংগৃহীত

বিকেলে বিমানবন্দরে প্রবেশের আগে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁর মেয়ে জায়মা জারনাজ রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন। তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে আসবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন। সাত দশক ধরে এটি হয়ে আসছে। ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্যোগে ক্রিস্টিয়ান অর্গানাইজেশন ফেলোশিপ ফাউন্ডেশন এর আয়োজন করত। এর পর থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করছে। এই ফাউন্ডেশনের নেতৃত্বে আছেন সাবেক মার্কিন সিনেটর হেইডি হেইটক্যাম্প। মার্কিন কংগ্রেস সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নেন।