সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমানের প্রার্থিতা বহাল

নির্বাচন কমিশন

সিলেট-৩ আসনের আওয়ামী লীগের হাবিবুর রহমানের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা টিকে যায়।

হাবিবুর রহমানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁর প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। শুনানি শেষে এই আপিল আবেদন নামঞ্জুর করে দিল কমিশন।

হাবিবুর রহমান বলেন, ‘গত নির্বাচনেও আতিকুর রহমান একই অভিযোগ তুলেছিলেন। এবারও একই অভিযোগ করেছেন। আমাকে হয়রানির জন্য এমন অভিযোগ করছেন তিনি। আসলে আমার দ্বৈত নাগরিকত্ব নেই।’