ঢাকা-৬ আসনের এক কেন্দ্রে তিন ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে

ঢাকা-৬ আসনের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১ ভোটকেন্দ্র। ধোলাইখাল, ঢাকা, ৭ জানুয়ারিছবি: প্রথম

ঢাকা-৬ আসনের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-১ ভোটকেন্দ্রে আজ রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৮ শতাংশ ভোট পড়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৯৭ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে ৪ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ে ৮ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

বেলা সোয়া ১১টার দিকে দেখা যায়, কেন্দ্রের সামনে দুজন আনসার সদস্য বসে আছেন। পাশেই আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থীর কর্মী-সমর্থকদের জটলা দেখা যায়। তাঁরা জাতীয় পরিচয়পত্র দেখে ভোটারের নম্বর বুঝিয়ে দিচ্ছিলেন।

এই সময় কেন্দ্রের ভেতরে গিয়ে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। বিরতি দিয়ে দু-একজন আসছিলেন, ভোট দিয়ে তাঁরা বেরিয়ে যাচ্ছিলেন।

কেন্দ্রে নৌকা ও বাইসাইকেল—এই দুই প্রতীকের প্রার্থীর এজেন্ট দেখা যায়। তবে অপর পাঁচ প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি।

কাছাকাছি সময়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ছিলেন উচ্চমাধ্যমিক পাস করা এক শিক্ষার্থী। জানতে চাইলে তিনি প্রথম আলোক বলেন, তাঁর মা ভোট দেবেন। কিন্তু তিনি রাস্তাঘাট তেমন চেনেন না। তাই তাঁকে তাঁরা দুই বোন কেন্দ্রে নিয়ে এসেছেন।

আরও পড়ুন

ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, বিএনপির হরতাল ‘ঢংঢাং’

ভোট গ্রহণের শুরুতেই চট্টগ্রামের চান্দগাঁওয়ে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আজও বিএনপির কার্যালয়ে তালা, পুলিশের অবস্থান

একই কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় আনিসা আলম নামের একজনের সঙ্গে। আনিসা বলেন, তিনি এবারই প্রথম ভোট দিয়েছেন। প্রথম ভোট দিতে এসে তাঁর একটু বিচলিত লাগছিল। তিনি তাঁর মায়ের সঙ্গে কেন্দ্রে এসেছেন। কেন্দ্রের পরিবেশ ভালোই আছে। প্রথম ভোট দিয়ে তাঁর ভালো লাগছে।