মাঝে এক দিনের বিরতি দিয়ে আবার শুরু হলো বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের কর্মসূচি। এর মধ্যে আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হয়েছে ২৪ ঘণ্টার অবরোধ। এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত। অবরোধের সময় শেষ হওয়ার পরই সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল শুরু হবে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিনেই হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর আগে দলটি সাত দফায় অবরোধ করেছে। সপ্তম দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হয়। আজ বুধবার অষ্টম দফায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। পৃথকভাবে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে শুক্র, শনি ও মঙ্গলবার ছাড়া টানা অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। মাঝখানে ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছিল দলটি।
বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের চার-পাঁচ দিন আগে থেকে গতকাল বিকেল পর্যন্ত ১৭ হাজার ১০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সারা দেশে দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে ৪৩৫টির বেশি মামলা হয়েছে।