টাকা সাদা করার সুযোগ ‘অসততাকে উৎসাহিত করা’: জমিরউদ্দিন সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার আলোচনা সভায় বক্তব্য দেন। প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। ঢাকা, ৭ জুনছবি: সংগৃহীত

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার মানে ‘অসততাকে উৎসাহিত করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার। তিনি বলেছেন, ‘যদি লুটপাটের কালোটাকা ১৫ শতাংশ দিয়ে সাদা করা যায়, তাহলে তো আমরা যারা খেটে খাওয়া লোক আছি, তাদের সঙ্গে ওদের (কালোটাকাধারীদের) পার্থক্য থাকছে না।’

প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জমিরউদ্দিন সরকার এ কথা বলেন।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জমিরউদ্দিন সরকার বলেন, কর দিয়ে যদি কালোটাকা সাদা করা যায়, তাহলে তো অসততাকে উৎসাহিত করা হবে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এটি (অপ্রদর্শিত টাকা আয় সাদা করার বিষয়ে) বিবেচনার সময়ে সাবধানে দেখবেন যে পার্থক্যটা যেন থাকে; একটা হলো আর্নিং মানি (বৈধভাবে আয় করা অর্থ), আরেকটা হলো ইজি গেটিং মানি (অবৈধভাবে পাওয়া অর্থ)। আর্নিং মানি কোনো সময়ে যেন ইজি গেটিং মানির সঙ্গে এক না হয়…এটুকু অনুরোধ সরকারের কাছে রইল।’

গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জমির উদ্দিন সরকার প্রয়াত আইনজীবী এ জে মোহাম্মদ আলীর কর্মময় জীবনের কথা তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ আলোচনা সভায় আইনজীবী জয়নাল আবেদীন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আইনজীবী কায়সার কামাল, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক শামসুল আলম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ ও প্রয়াত এ জে মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ হোসেন খন্দকারসহ অনেকে বক্তব্য দেন। এ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সভা সঞ্চালনা করেন।

আইনজীবী এ জে মোহাম্মদ আলী গত ২ মে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।