সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় উপস্থিত নেতারাছবি: সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজীমের খুন হওয়া, দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পদের যে তথ্য সামনে এসেছে, তাতে উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, দেশের অর্থনীতি ও রাজনীতি যেভাবে দুর্বৃত্তায়িত হয়েছে, তা এসব ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে। এই চিত্র ভয়াবহ। সরকারের নীতি ও আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়।

এসব ব্যক্তিসহ এ পর্যন্ত যাঁদের নামে দুর্বৃত্তায়নের অভিযোগ উঠেছে, তাঁদের বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বাম জোটের নেতারা। আজ বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানান তাঁরা।

সভার শুরুতে ঘূর্ণিঝড় রিমালে নিহতদের জন্য শোক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তাসহ পুনর্বাসনেরও দাবি জানানো হয়। সভায় ২০২৪–২৫ বাজেট সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিদ্ধান্ত মেনে লুটেরাদের স্বার্থে জনগণের কাঁধে আরও করের বোঝা চাপানোর যেসব খবর বেরিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেন বাম জোটের নেতারা।

সভায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার ও গণহত্যার দায়ে বিচার এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবিতে ১ জুন সারা দেশে যার যার অবস্থান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া দুঃশাসনের অবসান ও জনগণের সংকট মোচনের দাবিতে আগামী ৮ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।