নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিন: নুরুল হক

নুরুল হক নুরফাইল ছবি

নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকের মোড়ে শুক্রবার বিকেলে গণসমাবেশ থেকে এই দাবি জানানো হয়। গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ পাঁচ দফা দাবিতে গণসমাবেশ করেছে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণ অধিকার পরিষদ।

দ্রব্যমূল্য প্রসঙ্গে নুরুল হক বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ, সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। তিনি বলেন, চিনি আমদানি করে দেশের পাঁচটি প্রতিষ্ঠান। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কিছু দুর্বৃত্ত আমদানি-রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না।

নুরুল হক বলেন, ‘সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। তাই সরকারকে বলব, অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিতে দিন।’

গণপরিষদের সভাপতি অভিযোগ করেন, বাস থেকে সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশ মিলে এক হাজার কোটি চাঁদা তোলেন। যার ভাগ এমপি, মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা সবাই নেন।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি শুরু করেছে। এই সরকারের আমলে কোনো পেশার মানুষ ভালো নেই।

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, ফাতিমা তাসনিম, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ।