এক কেন্দ্রে ইভিএমে ডেমো ভোট দিতে এলেন না কেউ

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র
ছবি: সাইয়ান

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট শুরুর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘ডেমো’ ভোট দিতে দেখা যায়নি। এখানে কেউ ‘ডেমো’ ভোট দিতে আসেননি।

আজ সোমবার সকাল আটটায় বরিশাল সিটি করপোরেশনে ইভিএমে ভোট শুরু হয়। এর আগে সকাল ৭টা ৩০ থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট ডেমো ভোট গ্রহণের জন্য সময় নির্ধারিত ছিল।

ভোটারদের অনেকেই ইভিএমে ভোট দিতে নানা জটিলতায় পড়েন। ফলে ডেমো ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমে ভোট দেওয়া শেখানো হয়।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। এর মধ্যে চারটি বুথ ঘুরে ও কথা বলে জানা যায়, এগুলোয় কোনো ভোটার ডেমো ভোট দিতে আসেননি।

বরিশালে গত সিটি করপোরেশন নির্বাচনে সীমিত পরিসরে ইভিএমে ভোট হয়েছিল। এবার পুরো ভোটই ইভিএমে হচ্ছে।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল রোববার আমাদের ডেমো ভোট গ্রহণের নির্দেশনা ছিল না। আজ ভোট শুরুর আগে ডেমো ভোট নেওয়ার নির্দেশনা ছিল। তবে কেউ ডেমো ভোট দিতে আসেননি।’

আরেকটি বুথে থাকা পলাশ খান নামের একজন টেকনিশিয়ান বলেন, কেউ ডেমো ভোট দিতে আসেননি। আবার সব এজেন্টও আসেননি। সব এজেন্ট না থাকলেও ডেমো ভোট গ্রহণ করা যায় না। কারণ, তখন অনুপস্থিত এজেন্টেরা নানা অভিযোগ তুলতে পারেন।