বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের স্মারকসংবলিত দেয়াল ভাঙায় বাম জোটের নিন্দা
রাজধানীর বিজয় সরণি মোড়ে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’–এর ম্যুরাল–সংবলিত সাতটি দেয়াল ভেঙে ফেলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মুক্তিযুদ্ধের স্মারক রক্ষা করে অন্য কোনো স্থানে ২৪–এর গণ–অভ্যুত্থানের স্মারক নির্মাণের দাবি জানিয়েছে তারা।
আজ সোমবার বাম গণতান্ত্রিক জোটের নেতারা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বাম জোটের নেতারা বিবৃতিতে বলেন, ২৪–এর গণ–অভ্যুত্থানের স্মৃতিস্মারক নির্মাণ করতে যথাযথ উদ্যোগ নেওয়া ও রাজধানীতে উপযুক্ত জায়গা নির্ধারণ করা প্রয়োজন। কিন্তু রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যঞ্জয়ী প্রাঙ্গণ’–এ ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে নিয়ে তৈরি ৭টি স্মারক দেয়াল ভেঙে ফেলে ওই স্থানে ২৪–এর গণ–অভ্যুত্থানের স্মারক নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ আমাদের অন্যতম ভিত্তি। এটা এক দিনে সংঘটিত হয়নি। ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে ৫২–এর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য সংগ্রামের শেষ পর্বে ১৯৭১–এর মুক্তিযুদ্ধ। জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান ১৯৭১ সালের চেতনারই ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এই ধারাকে অগ্রসর করা যাবে না।’