সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে: গণসংহতি আন্দোলন

শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় আজ বুধবার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ
ছবি: শুভ্র কান্তি দাশ

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে। বর্তমান কর্তৃত্ববাদী সরকারকে না হটালে জনগণের অবাধ ভোটাধিকারসহ স্বাধীন চিন্তা, মত ও পথের স্বাধীনতা কোনোভাবেই ফিরে আসবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে শক্তিশালী করতে সব শক্তিকে সঙ্গে নিয়ে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।

নেতারা বলেন, সমাজে বুদ্ধিজীবীদের সৃজনশীলতা যেমন থাকে, তেমনি সমাজের প্রতি অনেক দায়ও থাকে। কিন্তু দেশে বর্তমানে চিন্তা ও মতপ্রকাশ যাতে স্বাধীনভাবে না করা যায়, রাষ্ট্র প্রতি পদে পদে তার ব্যবস্থা নিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন তৈরির মধ্য দিয়ে সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে।

দেশজুড়ে রাষ্ট্রীয় বাহিনী ও প্রশাসনিক নানা নিপীড়ন চলছে বলে দাবি করে নেতারা বলেন, সমালোচনা করা, ব্যঙ্গ করা, কার্টুন আঁকা—কোনো কিছুই এখন চলবে না। এই সরকার কবিতা লিখলে সেটাকেও সহজভাবে নিতে পারে না; সেই কবির চাকরি চলে যায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশে জনগণের মৌলিক সাংবিধানিক অধিকার আজ ঠুনকো।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়সহ কেন্দ্রীয় ও বিভিন্ন গণসংগঠনের স্থানীয় নেতারা।