তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাসদ

এ কে এম রেজাউল করিম, ইমদাদুল হক ও মনিরুজ্জামান

আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে উপনির্বাচন হবে। এর মধ্যে তিনটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিন প্রার্থী চূড়ান্ত করা হয়।

দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিমকে প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া বগুড়া-৬ আসনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শ্রমিক নেতা ইমদাদুল হক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানকে দলীয় প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য শিরীন আখতার ও রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক উপস্থিত ছিলেন।

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়।