লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান সিএমএইচে ভর্তি
সাবেক সেনাপ্রধান ও বিএনপির নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।। গত ৩০ এপ্রিল সকালে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, ৮২ বছর বয়সী মাহবুবুর রহমান বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
মাহবুবুর রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভগ্নিপতি। মির্জা ফখরুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, গত রোববার তাঁকে (মাহবুবুর রহমান) ভর্তি করা হয়েছে। তাঁর নিউরো সমস্যা আছে। তিনি আগের চেয়ে একটু ভালো আছেন।
মাহবুবুর রহমান বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে দূরে সরে যান। ২০১৯ সালে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। যদিও তাঁর পদত্যাগপত্র বিএনপি গ্রহণ করেছে কি না, তা দল থেকে কখনো স্পষ্ট করা হয়নি।
মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মাহবুবুর রহমান বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০০৭ সালের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটি সদস্য হন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিন্নমতের কারণে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।